একদিন আমার সব ছিলো
আর আজ-
আজ আমি রিক্ত,আমি শূন্য
মধুময় দিনগুলো আজ বিদায়ের সন্ধিক্ষণে
প্রিয় থেকে প্রিয়তর হয়ে উঠা
সবকিছুই যেন আজ অন্য।
চারদিকের সেই সবুজের খোলাপ্রান্তর-
আজ প্রায় হলুদ ঝাপ্সায় পরিপূর্ণ,
বিরামহীন সেই পথ চলা
পথের অভাবে আজ দৈন্য।
--------------------------
আমার সম্মুখ পথ যে শূন্য।
আমার চারপাশ শুধুই শূন্য শূন্য
আর শূন্য
আমি হারিয়ে যাচ্ছি
এক শূন্যের বিশাল অরণ্যে
কেউ কি আছে?
এই গোধূলী লগ্নে এসে,আমায় ভরিয়ে দিবে
জীবনানন্দে--