কিসের লাগিরে পরানের দ্বারে,
রুদ্র মূর্তি দিব্যমান।
ত্রিশূল ওরে, হাতে ধরে,
অনন্ত তার সুপ্ত প্রাণ।
চোখের তারাই রুদ্র হাসে,
ওষ্ঠ ধারে কিগো আসে.
মুখে ওরে হুঙ্কার ছেড়ে,
বহ্নিশিখা উঠছে বেড়ে।
তারই ত্রাসে ধাবমান ,
সমস্ত শরীর ,আমার প্রাণ।