সরল কোমল, বরণমালা,
দুষ্প্রাপ্য এ, বিষের জ্বালা।
এ তো প্রাপ্যের পরিহাস।
চপল দুপল ,স্মরণডালা,
হয় আমি ওই, আপনভোলা।
এত স্বপ্নের স্বর্নত্রাস।
আদরের চাদরে, ভীষণ আবেগ ,
তাতে প্রেমের, তীব্র উদ্রেগ।
সর্বদা করে সে মনেতে বাস.
ঝাঝরে ঝরঝরে, বালির বেগ,
মনেতে আসে, বর্ষার মেঘ.
তবুও হৃদয় জানলার ফাক দিয়ে নিই শ্বাস।
আপন নয়ন ,স্বপ্নের ধোয়া ,
চোখ খুললেই, যাই যে খোয়া।
এ তো প্রাপ্পের স্বপ্নবাস।
সবটাই প্রাপ্যের পরিহাস।