১
ভাবের ভুবনে ,ভীষণ ভেলা।
ক্ষনে ক্ষনে খেয়ার, ক্ষিপ্ত খেলা।
খোদার খিদেয় ,ক্ষুদার্থ খাড়া।
কালী কালিমাময় ,কৃষ্ণ কলা।
বৃত্তের বসনে, বিষের বাঁশি।
আকাশ অকালে, আশিস আসি।
প্রণয়ে পিপাসী, প্রেম পিপাসী।
২
ভুল-ভুলিয়া, ভুলের ভৌতিক।
রসে-রসিক, রাসের-রসিক।
মনু-মননে, মৃদুস্বরে-মালা।
পাগল-পথিক , পিপাসা- পালা।
২২/০৮/১৬