এ পথ,চলেছি তোমারি সাথে
দেখেও, না দেখা পথ কে আপন করে।
সরে, তবুও যাও ভুল করিকি? পথে
দেখা, দূরে ওই মরীচিকা।
একা , তবুও পথ চলা আমার। হয়তো তুমিই সেই ,
যৌবনের প্রথম সকালের শিশির ফোটা।
চেনা নয়নে ,অচেনা ভাব, চেনা বেহালার
অপূর্ব ডাক।
বাক, নিও না ওগো, আমার প্রত্যাশিত ,
প্রেমে তৃষ্ঞার্ত, বারিফোটা।