আকাশে রথে ,ছায়াপথে
আচমকিতে সাক্ষাৎ।
সুমধুর চোখে , আমার দিকে
বাড়িয়ে দিলো তার হাত।
চুম্বন করে,আলগোছে ধরে
ঐ কন্যা রে বলি।
চলো যাই মোরা , হয়ে এক জোড়া
ভেদ করে ঐ স্বপ্নের গলি।
হঠাৎ সে বলে, বিস্মিত ভয়ে
কে তুমি যুবক ওগো।
কিসের টানে ,কোন বাঁধনে
জড়িয়ে দিয়েছো ওগো।
বলি আমি তাকে , বসে হাটু গেড়ে
আমি তোমার প্রেমিক।
চুম্বন করে হাতে, এই নিশুত রাতে
তর্জনী তুলে বলি তারা করে ঝিকমিক।
ধরে হাত তার , খুলে দ্বার
রথে উঠে বসি।
কেশগুলি তার ,উড়ছে বারবার
যাত্রী মোরা সারা দিবানিশি।