তোমাকে দেখে কি হবে !
তবু মানামানির ,বনাবনি করি না.
সকালে, বিকালে ,
জানালার ,ফাক বয়ে,
রাস্তার মোর চেয়ে ,
রয় ,আমার দিকে।
ফিকে রং এর ছটা মনে ,
দেখে, তোমার না,
অন্যের সাইকেলের প্রথম চাকা।
হঠাৎ দেখা দেয়, রঙ্গীন রঙে ,
হেলেদুলে ,বাড়ির দিকে ধেয়ে,
একটু দেখা দিয়ে,
যাওয়া, ওই নীল ফ্রেমের চশমা পড়া তুমি।
ঠিক যখন মিটার দশ,
সতর্ক, সোদর্পনে,
তবুও কাঁধের ব্যাগ দোদুল্যমান ,
সেই হলে তুমি।