হৃদয় শাঁখা,প্রেমের পলায়,খড়িমাটিরা কপাল ছুঁবে
সদ্য স্নাত প্রেমের সিঁদুর,মনের সিঁথি রাঙিয়ে দেবে।।
কানের দুলে,মালা-নূপুরে,খুনসুটিরা লাজুক হবে
মালাবদলের সমাহারে,স্বপ্নেরা আজ জীবন পাবে।।
সাতপাকেতে বাঁধবো তোমায়,অগ্নিকে আজ সাক্ষী করে
থাকবে তুমি খুব আদরে,বুকের পাশে বাঁদিক জুড়ে।।
জীবনযুদ্ধে সঙ্গী হয়ো,যোদ্ধা হবো,তুমি সারথি
থাকবো হয়ে ধ্রুবতারা,হয়ো আমার অরুন্ধতী।।