~ কে ~
লাল মাটির দেশে,সিঁদুরে মেঘের শেষে,কার খুশির রং ক্যানভাসে লেগে যায়,
আকাশের সাতরঙা,এক পা পিছিয়ে আছে,বসাতে চাইলে তাকে শ্রেষ্ঠের শিরোপায়,
সন্ধ্যা-তিমির মাঝে,কে যে অপরূপ সাজে,আকাশের বালুচরে অজস্র মুক্তা ঝরায়,
আর রাত্রি বাড়লে ক্রমে,খড়িমাটি-দুধ রঙে,ঘরের উঠানে এত আল্পনা কিভাবে যে বিস্তৃতি পায়,
ভোর টুকু হতে হতে,শিশিরের চোখ ফোটে,আশেপাশে ক্রমশ সে কাকে খুঁজে যায়,
মন তার বলে চলে,এতটা স্নেহের জলে,অভিশাপ ভেঙে তাকে ভরালো কে হায়.....
তাকে ভরালো কে হায়.....