আলো-আঁধারী সন্ধ্যারা মনের অবসন্নতাদের
খোঁচা মারে পুরানো প্রেমিকার দেশে,
আকাশের আঙিনায় দুধে-আলতা আলপনা গুলো
মগজের রক্তে মনখারাপী অম্লত্ব বাড়ায় অনুঘটকের বেশে।।
পাতাদের মন খারাপ,
কারণ সালোকসংশ্লেষের আজ এখানেই ইতি;
পাখির দলগুলো ফিরতে থাকে বাসায়
একদিন অভিব্যক্তির আশীর্বাদে মানুষ হওয়ার আশায়।।
আর একাকী দুটো চোখ পৃথিবীর কোনো এক কোণে
এগুলো নিজের স্নায়ুতে মেশাতে থাকে আপন মনে,
আর ভাবতে থাকে,
"অর্জুন যেমন দেখেছিল কৃষ্ণের বিশ্বরূপ
শতকোটি পুণ্য ফলে,
আমি কি পাবো নিজের স্বরূপ মাত্র
না ছাই হয়ে ভাসবো গঙ্গাজলে?"