বিকেলের ছিঁটে রোদ, শহরের অভিমান, সুখফাঁকা মিঠে জলে স্নান
বুকের টেকটনিকে ফাটল ধরায় এরা,দিশাহীন ধমনীর টান।।
ধূমকেতু উল্কারা, বৃষ্টিভেজা নৌকারা আহামরি অভিরুচি চায়
বসন্ত কবিরাজ মনের কাটাকে জোড়ে, বিভাবরী নেশাতে হারায়।।
নাও সব কলরব,জমে আছে যত সব আলহাদী আস্কারা ঘিরে
কুঞ্জবিহারিনী বিহগ সুখের চিঠি, অসমাপ্ত না বোঝার নীড়ে।।