ভিজে জানলাটা মেঘলা আঁচে
ধূসর মাখা বিষম ছাঁচে
বেরঙীন ক্যানভাস জুড়ে শুধু
করছে স্মৃতির চাষ ।।
তাকায় না সে ওদিক পানে
নইলে ফিরবে প্রতিক্ষণে
তাড়িয়েছে যত বিদগ্ধ দিন
আর ব্যর্থ পরিহাস ।।
তাই সে ছোটে ভীষণ বেগে
মনের শিকল ভাঙতে রেগে
ত্র্যস্ত সে প্রাণ,হচ্ছে এখন
সময়ের ক্রীতদাস ।।