কথার প্যাঁচে মারছে সবাই
সঠিক সবাই নিজের কাছে
নিজের ভুলটি দেখার মতো
সহজ দৃষ্টি কোথায় আছে ?
ব্যাঙ্গাত্মক মিম শেয়ারেই
থাকছে মানুষ রসে বশে
প্রতিবাদ শুধু শব্দে ঝরে
নিজের বেলায় হিসেব কষে ।।
নীল হলদে লালচে আকাশ
মিশছে না আর মনের মাঝে
সেলফি নিয়েই ব্যস্ত মাথা
লেন্স এ এলেই পাগল সাজে ।।
মানুষ তুমি মানুষ খুঁজো
লিখো চিঠি কিছু তোমরা মিলে
তার আঙ্গুল ধরে, দু চোখ পেতে
বুঝিও তুমি আপন ছিলে ।।