তৃপ্তির মুখ দেখেছি এ যাবৎ বেশ কয়েকবার
তখন মনে হয়েছিল আমার আমি স্থির ঠিক যেন হিমালয় কোনো অথচ সৃষ্টির সুরে নাচছি দুর্নিবার।।
কিন্তু তখনো যেন মনে ছিল হুঁশ,
এই সুরের স্মৃতি ঘনত্ব হারাবে; হবে ক্ষীণ হতে ক্ষীণতর ধীরে ধীরে...
তখন আবারও হাতড়াবো সে স্মৃতি মহাকালের কাছে একান্তে নতঃশিরে ।।
আমি তো চাইনা সে সুর হারাক, থেমে যাক সেই মাতাল প্রাণের গান
তাও কেন শুধু দিক ভুলে যাই,দূর্বলতার আঁচলে ঠাঁই
নিয়ে ভিখারির বেশে প্রার্থনায় চেয়েছি পরিত্রাণ ।।
ছন্নছাড়া নাবিক আমি,হারানো স্মৃতির সুরের খোঁজে হয়রান যেন হচ্ছি মৃতপ্রায়
ভরাডুবিতেও বইছি ক্রমশ, ভেসে ওঠবার চেষ্টায়
আজও অক্ষত তৃপ্তির অপেক্ষায় ।।