আলেয়ার মতো সবুজ দেখেছি আমি,তমশাছন্ন ক্ষয়িষ্ণু দু চোখের মনি কোঠা জুড়ে নামতে দেখেছি সবুজের বন্যা
ভেবেছিলাম সবুজ হয়তো ভাগ্যে নেই, দূর আকাশের নক্ষত্রের মতো দূর থেকেই শুধু তার দেখা মিলবে যেন এক অশরীরী রাজকন্যা
আগেও দিন বদল হয়েছে,আলো-আঁধারির দেশ পেরিয়ে এসেছি বহুবার কিন্তু সবুজ হীনতা ঘুচলো না উৎকণ্ঠা এখনো গ্রাসনালী দিয়ে বয়
মন মাঝে আছে যারা সবুজের প্রতীকী হয়ে, হয়তো তারা তাই তাও প্রাপ্ত সবুজে প্রাণ ভরে নি,রূঢ় বাস্তবে বুঝি নিজের ছায়াও নিজের নয়
এসবের মাঝে হঠাৎ অদূরে নামতে দেখি সবুজের রূপকথা, তখনও পাই নি তাকে কিন্তু তার অস্তিত্বের অনুভবে যেন স্নাত হই এক অফুরন্ত স্নিগ্ধ অনুরাগে
বুকের মরুভূমিতে মুষলধারা নামে,নিমেষেই ছুটে যাই মিলনের চাহিদায় কিন্তু কাছে গেলে সে কই,বুঝলাম তার মাঝে চিরতরে দ্রবীভূত করিনি আমাকে
তাই আলেয়ার মতো সবুজ দেখেছি আমি,
পারিনি যেতে তার সাথে অভিসারে
আমি বিষ্ময়ী, দেখি তাকে নক্ষত্রের দেশে,
দ্রবীভূত হতে চাওয়ার ব্যর্থ অঙ্গীকারে ।।