কাগজের বোবা মনে পেনসিল দাগ কাটে
ভাষা ফোটে,মনের খানিক দায়ভার কমে
আনমনা শহরের বুকে গোনা প্রহরের
ঘাম ঝরে,কখনো বা রাগ জমে।।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অগাধ মাথার ভিড়ে
পা কাঁপে,পিছিয়ে আসে অজানা ভয়ে
গুমোট মেঘেরা ঘাসে ঝরে পড়ে ক্লান্তিতে
সমতান মেলে,প্রকৃতির সাথে পরিচয়ে।।
দিন যায় রাত আসে চার দেওয়ালের নীড়ে
স্মৃতিপটে মন চরে পুরানো গানের তরে
এগোতে থাকুক এ প্রাণ,নিয়ে জীবনের গান
ভালো আছি আজও আমি খুব জ্বরে।।