নৈবেদ্যের অভাব যখন আকাশ ছোঁয়ার রথে
বুভুক্ষু মন ভাগ্য জোটায় হাজার মতামতে।।
পরিপূরনী ধর্ম আছে,হয়নি প্রমাণ বটে
চেষ্টা জারি,মিলবে ঝিনুক মাতাল নদীর তটে।।
সবুজ খেয়াল নষ্ট হঠাৎ রক্ত দিঘি চায়
আসক্ত মন শুকায় ভীষণ অসম্পৃক্ততায়।।
আশার চিতায় প্রাণের আভাস,আবেগ হারায় যত
ঝরা পাতায় সোনার শিশির শেষকৃত্যের মতো।।