বনে বনে আজ দাবানল লেগেছে
ফুলে ফুলে লেগেছে আগুন, বসন্ত এসেছে।
কুহেলি আজ প্রভাত প্রাতে
নিয়েছে বিদায় ধরা হতে।
তরুরাজি আজ মগ্ন গীতে
নতুন আশা নব পল্লবে।
গগনে গগনে পুঞ্জিত মেঘে
আশার আলোতে দীপ্ত হৃদে।
মনে মনে আজ সে গান বাজিল
সুপ্ত রাতে যাতে সুর বেঁধেছিলে।
মালঞ্চে আজ মালিনী এসেছে
শোন রে নবীন বাজে জয়ের ভেরি যে -
এসেছে রাজা নতুন বেশে
ফুলের হার আর সুগন্ধ সমীরে।
বরণগীত পুষ্প চন্দন
স্বাগতম তোমারে, হে বসন্তরাজ।
সেতারে সরদে তানপুরার তারে তারে
বীণা মৃদঙ্গ আর বাঁশির সুরে।
গান যত মোর কণ্ঠে মম
চরণে তব অর্পিত, হে স্নিগ্ধ।