পদ্ম দীঘির পাড়ে আমি
কার বিহনে মন একাকী
সুধায় মোরে সেই জন আজ
আজও কি মোরা এক আছি!
হৃদয় বলে কবে মোরা
আলাদা হোলাম দুই পৃথিবী।
ব্যাথার বীণা বাজছে আজ
গভীর শোক মন গহরে।
যাত্রা পথের সব আলো আজ
মুখ ফেরালো আমার থেকে।
আঁধার রাতে গভীর সুরে
বাজলো বাঁশি এই নাটে।
সুহৃদ বলে আজ যে আমি
তোর থেকে আজ অনেক দূরে।
এমন ভোরের নব দিশা
না এলে আজ হতো ভালো।
অধর মম ম্লান হলো আজ
দিনের প্রখর কিরণ ছটায়।