সুরের তরী ভাসালাম এপারের খেয়াঘাটে
আপন মনে নদীর স্রোতে বইলো সে চৈত্র সাঁঝে।
ফাগুন শেষে বিদায় চায়, বলে 'এবার মোর দিন ফুরায়।'
অকালে ঝরিয়ে দিলো আমের বোল ঝড়ের নেশায়।
হারালো মোর গানের বাণী ছন্দ সুর একে একে,
কোন ঘাটে সে ঠেকে আসে চিরকালের কাঁদা হাসা।
পথের ক্লান্তি এবার মনে বিরহে ভেজে চোখের পাতা।
দিনের শেষে আপন খেলা
শেষ হলে আজ বিদায় পালা।
বর্ষা যেমন স্বচ্ছ ধারায়
সৃজনের গান আপনি মেলায়,
তেমনি মম হৃদয়বীণায়
হারানো গান বাজলো আবার।
ভরসা তব পালের হাওয়ায়
ঠিক দিশাতে পৌঁছে দেবার,
পথের কড়ি না যদি রয়
দান চাবো তবে তোমার পানে।