হৃদয়ের ছন্দ তুমি       বসন্তের মাধুরী উৎসব

আনন্দঘন প্রেমপাত্র      ভরিবে কবে মধুপূর্ন করে।।

বঞ্জুলনিকুঞ্জে আজ       মগ্ন মোহিত ঋতুরাজ

সখিসব সমাহিত          বসেছে বটখিরি অভূত জোসনা যামিনীতে।

প্রফুল্লিত পুষ্পবন        ভ্রমরের গুঞ্জন

বিমুগ্ধা ধরণী আজ      অঞ্চলগন্ধে শিহরিত তরুবন।

কে দিলো ডাক মোরে       নিশা মাঝে আলিঙ্গনের

অন্তরের সুপ্ত লাজ          ব্যাপরিত অরণ্যে হৃদিহিল্লোল।

মালকোষ রাগে আজ      জাগ্রত বন পথ

আঁখিপল্লব মাঝে            জাগলো নতুন প্রাণ সরজে

কুমুদিত মধুবন              মগ্ন প্রমোদ উল্লাসে।

নয়নে নয়ন মিলে           রচিল সে ফাল্গুন

কি মূর্ত প্রোজ্জ্বল প্রকাশ     অতসী সুবর্ণ বাহার।

স্তব তব সুন্দরের             হে আদি অন্তত ঋতুরাজ।