হেরি কি সুন্দর সৌম্য সমারোহ
এসেছে বর্ষা ধরা মাঝে আবার।
কি অপূর্ব কি প্রশান্ত প্রকাশ তাঁর
মেঘে মেঘে গভীর আলিঙ্গন হেথায়।
সৃষ্টি তার বজ্র অন্তরের প্রকাশ
মৃদঙ্গে বেজেছে মল্লারের নিবিড় রাগ।
গগনের পুঞ্জে পুঞ্জে বিপুল আয়োজন আজ
এসেছে বর্ষা বছর পর আবার।
তোমার বাঁশুরিতে উঠেছে সুর অসীমে
কদম্বে যুথিকায় বৃষ্টি ছুঁয়ে যায়।
কি হেরি সন্ধ্যা কি বিমূর্ত প্রেম
আলিঙ্গন আজ দোঁহে, শ্রাবন সন্ধ্যায়।
বিরামহীন বর্ষা নয়নের আরাম
কল্পনার রাজসভায় সৃষ্টি অবিরাম।
আষাঢ়ের প্রেম মম শ্রাবনে প্রকাশ
কি উজ্জ্বল কৃষ্ণকান্তি অনন্তে বিকাশ।
মেঘে মেঘে বাজে ওই তানপুরার সুর
অখিল ভুবনে আজ নাচে বৃষ্টি হেথায়।
দিবসের ধারা আজ খেলে লুকোচুরি
মেঘের দেশের তুমি কোন নন্দিনী!
এই বেলা সব খেলা আপন মনে মোর
রচিত হোক হেথা বেলি মল্লিকার হার।