নিশি নির্মল মধুর এ শরৎ ছড়ালো আলো
সেই তো ভালো, সেই তো ভালো আজ ভুবনে।
পূর্ন শশী শুক্ল রাতে মায়ায় বাঁধে
ফুল ছড়ালো শিউলি তলায় ভোরের প্রাতে।
এই যে তোমার আপন আলো ঘুম ভাঙালো বাঁশির সুরে
এই যে হেথায় আয়োজন, হেথায় এতো পুষ্পবিকাশ
আকাশ জুড়ে সোনা রোদ খেলছে দেখো কাশের বনে
তালে তালে দল মেলেছে দীঘির মাঝে শতদল।
মেঘের সাথে লুকোচুরি খেলার সাথি অরুণজ্যোতি
মন খারাপের পালাবদল আমন শিরের আপন নাচন।
দে না তোরা সাজিয়ে আজ শিউলি রাঙা জরির বাস
দু'হাত ভরা সোনার চুড়ি রূপকথার রাজদুলালি।
শরৎ আলোর অমল ধারা মধুর রূপের স্নিগ্ধ প্রকাশ
এতো আলো এতো সাজ বাতাস ভরা ফুলের সুবাস।
আজ শরতের আমন্ত্রণ শুভ্র মেঘের নিমন্ত্রণ
কচি ঘাসে শিশির ছোঁয়া সন্ধ্যা ধূপে আকুল হওয়া
দুঃখ রাতের ঝঞ্জা মেঘ ছিন্নবীণার অগ্নিমালা
নতুন আশায় মুক্তির ছোঁয়া প্রাণের মাঝে দীপ্ত হওয়া
সেই তো ভালো, সেই তো ভালো
আজ শরতের মধুর রূপে আলোক মালায় নতুন সাজ।