সকল ব্যাথা হেথায় মোর পুষ্পদলে ফুটুক
শোকের বীণায় মুক্ত সুর আনন্দে তাল তুলুক।
সন্ধ্যা বেলায় সেতার সুরে মগ্ন বসুমতী
সুরের ধারায় নৃত্য করে আজ মনের ব্রজভূমি।
শ্রাবন রাতের যাতনা যত অশ্রুধারায় প্রকাশ
সাঁঝবেলাতে মালতি জুঁই হয়নি গাঁথা সে মালায়।
বজ্র হাসে মেঘের কোলে তড়িৎ খেলে বনে
চন্দ্রমা আজ মুখ লুকালো তোমার অলক ঢালের পাশে।
এই শ্রাবনের নিরালায় দোঁহে সখা মোরা
শান্ত নদী আপন মনে চলে আপন পথে একা।
ওই যে বাঁধা তরী সেথায় ফুল ফুটেছে রাশি রাশি
পদ্মবনে ছিলেম প্রিয় একান্তে নির্জনে।
ওপার হতে ভিড়ল তরী শূন্য এ ঘাটে
একলা বসে আজ একাকী কোন সুজনের লাগি।
নিবিড় ভাবে চেয়ে দেখা আড়চোখে দৃষ্টি নেশা
আসেনি তো মোর পথে বীথিকার পশ্চিম পানে
জাগায়নি মোর জগৎ শোনালোনা গান তার।
এঁকেছিলাম যার ছবি একলা বাতায়নে।