ধন্য আমি সখা, তোর মতো বন্ধু পেয়ে
বসন্তের রঙ হেথায় কৃষ্ণচূড়ার আবিরে।
নতুন রূপে নিজের প্রকাশ নিজের সৃষ্টির মাঝে
প্রেরণা তু্ই ঢেলেছিলিস নীরবে আড়াল হতে।
হেথায় মোর সৃষ্টি যত সমর্পিত তোতে
বাঁধন দিলাম শক্ত করে মোর বন্ধুত্বের ডোরে।
এবার যদি যাস চলে তু্ই আপন মনে আপন ঘরে
যাবার কালে রেখে যাস মালাখানি তোর গলের।
আজও তু্ই সেই একই ভাবে যত্ন করিস আমায়
চোখের জল আজ বাঁধ মানেনা চৈত্র সাঁঝের জোৎস্নায়।
যদি দিস বিদায় মোরে আজীবনের তরে
থাকবো চেয়ে পথের পানে তোর আশাতে।
দুঃখের সাগর মন্থনে গরল যত লভ্য
কণ্ঠমাঝে স্থান নিক আজ হাজার শোকের কষ্ট।
মন্থন শেষে উঠবে আরো সৃষ্টি অমৃত
নিত্য দিনের আশা হয়ে জ্বালবে আলোর দীপ্ত।