কাটলো দিন সময় শেষে গান গেয়েছি পথের ধারে
পূজার মালা গেঁথেছি সেথায় বুকের মাঝে বাজে বীন।
চাঁপা জুঁই বেল টগরে করবী রয় মাঝে মাঝে
নানা ফুল হরেক রঙে গাঁথা হলো সে মালা যে।
বসন্তের শেষ প্রহরে বিদায় নিলাম আপন ঘরে
রেখে গেলাম সুরগুলি মোর ফুলের বনে পুষ্পরাগে।
মীড়গুলি ওর মিলিয়ে গেলো মেঘের ঢালে স্বর্ণরেখায়।
মধুপ এলো গুনগুনিয়ে বাজায় সুর মোর বিদায়ের।
বকুল - ঢাকা বনের ঘাসে পথ গড়েছে শেষ চরণের।
এই যে হেথায় শেষ প্রহরে রাতের মায়ায় আঁধার মাঝে
যত ঋণ দিলাম শোধ রাত শেষে আজ নতুন ভোর।
নতুন প্রাতে নতুন সৃজন নতুন পথে স্বপ্ন যাপন
পথের ক্লান্তি দেয় ভুলায়ে ইন্দ্রপুরীর কোন মোহিনী।
ক্ষনিক দেখা ক্ষীণ আলোয় উষসী মেতেছে ভৈরবীতে
যাত্রা মোর হলো সমাপন রইলো চিহ্ন আজ মিলনমালায়।