প্রভু, নিত্য জীবনে ঢালো প্রাণ

                        ঢালো আশা এ শূন্য ঊষর বক্ষে আমার।

প্রেরণ করো তব আহ্বান

                        সদা বাজাও বসন্তের গান।

চঞ্চল প্রাণ নিত্য বহমান

                       কতো আসা কতো যাওয়া

পাওয়া কতো শত হেথা।

দুঃখের সরদে ভরে দাও তান

                        না পাওয়া শূন্য বিরহের গান।

এ প্রাণে ভরো মধুর ছন্দে

                         মঙ্গল ব্রতে  গাবো স্তুতি তব, হে অনন্ত অধিরাজ।

স্থান দাও মোরে আজ তব চরণে

                           ঈর্ষা স্বার্থ করো দূর যা প্রহত করে সদা মোরে।

ক্লান্ত আজ এ শরীর

                      যা নিত্যরত ছিলো বিফল সন্ধানে।

দাও ছুটি দাও সত্যের পরশ এবার।

হোক এবার সমাপন দ্বন্দ্ব সবার।

                   হিসেবের লাভ ক্ষতি সুখ-শোকের হাহাকার

ক্লান্ত আজ অবসন্ন হৃদয়

                    এবার নির্ভয়ে বহি নিশ্চল হৃদে তব বিধান।