কেন এমন করে বারে বারে
ফেরাস মোরে দুয়ার হতে?
কেন এমন করে বারে বারে
কাঁদাস মোরে অকারণে?
কেন এমন করে প্রতিক্ষনে
পোড়াস মোরে বিরহ তাপে?
কেন এসে ফিরে যাস চলে
দুয়ার হতে আপন ছলে?
কেন কান্না এতো নয়ন কোণে
উজান তোলে হেমন্তে?
কেন দুঃখ এতো বিপুল শোকে
ব্যাক্ত হয় শূন্য হৃদে?
কেন হৃদকুঞ্জে বর্ষারূপে
বয়ে শোণিতধারা অসীম তলে?
রূপের হাটে করে বেচাকেনা
ফিরিস যখন ভবের বাটে
তখন আমি ব্যাকুল হয়ে
রই চেয়ে তোর পানে।
কেমন করে ছল করে
যাস তুই ফাঁকি দিয়ে
যেমন করে শ্রাবন রাতে
মেঘ ভেসে যায় শরৎ সাজে।
এমনি করে আসা যাওয়া
দুঃখ সুখের পারাবারে
পারিস নাকি একটু বসতে
আমার পাশে চুপটি করে।