দিনের গান দীন শোনালো আকুল রবে আজ প্রভাতে
অগ্নিধারা ভুবন জ্বালায় প্রখর অরুন তেজে।
দীঘির জল যায় শুকিয়ে চাঁপার কলি শাখায় মরে
মাঠের ফসল মাঠে জ্বলে অগ্নি বরণ গ্রীষ্মে।
কৃষ্ণচূড়ায় আগুন লাগে লহরী ওঠে মনে
অন্নহীন উদর দহনে অগ্নি তেজে মত্ত।
তপ্ত হেথায় শীতল সলিল উষ্ণ শনিতধারা
মেঘের পানে উদাস ব্যাকুল আজ চাতকের চাওয়া।
শূন্যপানে তেপান্তরে অগ্নি খেলে আপন তালে
দহন ধারায় প্রাণের নাচন ফুল বনের প্রাঙ্গনে।
শ্যামল শীতল মনের বিরাম মৌনবীণায় তার আমন্ত্রণ
এবার দাও শান্তিধারা এনে বৈশাখী ঝড় বজ্রধারায়।