হে আদি অসীম বিপুল তরঙ্গ সিন্ধু, আমি হেথা ক্ষুদ্র শিশির বিন্দু।
করিলে গ্রাস উল্লাসে তব মত্ত কেশর দুলিয়ে
নোনা স্রোতে আজ হারাবে শরতের চিহ্ন বিন্দু।
ক্ষুদ্র আকারে অরুণ তেজে দীপ্ত
স্বচ্ছ স্ফটিকসম উজ্জ্বল হীরক খন্ড।
নরম দূর্বাদলে কিরীট রূপে শোভীত
নিজ গর্বে পূর্ন এ চিত্ত।
হারালো তা অতল অর্ণব কোলে
কে রাখে খোঁজ ওই ক্ষুদ্র শিশির বিন্দুর।
এরপর হেথা নীরব শান্তিরাশি
বিস্মৃতি আর ক্ষমার করুণ বাণী।
না রাখে খোঁজ, সুধায় না আর, আসিবে কখন অমা,
উদিবে কখন শরতের পূর্ণেন্দু।