হে চিরনবীন, আজ প্রভাতে এ প্রথম গান মোর।
মিশেছে কলতান পাখির কূজনে বনের দখিন বাতায়নে
মিশেছে অমল ধারায় তব নব বিকাশি মাধুরী স্নিগ্ধতায়
ফুটেছে কতো ফুল বনে বনে গত নিশীথ মায়ায়
হয়নি সে গান গাওয়া, হয়নি বরণের মালা গাঁথা।
এসেছো নবীন মিশেছে জীর্ণ পুরাতন তোমার অঙ্গনে।
তোমার আসাতে বেজেছে বাঁশি জেগেছে আশা সজল নয়নে।
তোমার দানেতে ভরেছে এ হাত শূন্য ছিলো যা বিগতা বর্ষায়,
বাণী তোমার ভরেছে এ মন, বিষণ্ণতা দুঃখ যা ঘিরে ছিল এতোকাল।
এবার তোমার নবীন ধারায় মিশে যাক অমল প্রাণ প্রাচুর্যে আজ
জীর্ণ শীর্ণ যা কিছু ক্ষীণ বিলীন হোক সব আজ এ নবীন ধারায়।