কোন বিরহের সুর গেয়ে গেলে কানে কানে
নিশি মাঝে তারায় ভরা চৈত্র রাতে।
বনের পথে মোরা দুজনে সুরে সুরে
হাজার স্বপ্ন খেলে যায় মায়া বনে।
ভাবনা কতো অলীক মোহে তোমায় ঘিরে
ফুলের বনে হাজার অলি গুনগুনিয়ে।
মধুর কান্তি বসন্ত আজ আপন ছলে
দেয় ভুলায়ে শোক যত বিরহনলে।
সোনার তরী ঘাটে বাঁধা কার তরে
যাত্রা হবে কোন সুজনের কোন নিরুদ্দেশে।
কোন জন্মের বিস্মিত সেই শাশ্বত বাণী
মনে পরে আজ হারিয়ে যাওয়া বীণার শোকে।
সেই বসন্তে গভীর রাতে তারার পানে
দৃষ্টি মোর নিবদ্ধ হয়েছিল একান্তে।