কতো কথা গান কতো ছুঁয়ে ছিলো তোমারে
কানে কানে গোপনে সে কথা অনুরণিত মননে।
বারে বারে নানা ছলে এসেছি কাছে তব
কতো বার ফেরালে কতো নানা অজুহাতে।
কখনো বকুল, কখনো মুকুল,
কখনো মালতি, কখনো বা শিমুল।
এনেছিলাম তোমার তরে তোমার প্রেমের অঞ্জলি রূপে।
ফিরিয়েছ মোরে বারে বারে, কতো নানা ছলে অজুহাতে।
সেকি আজ মনে পরে, গেয়েছিলাম কতো গান সন্ধ্যায় বাতায়নে।
ঘরে ঘরে দীপ জ্বলে, বাজে শাখ মধু স্বরে
জ্বলে তারা নিখিলে চৈত্রের নবমীতে।
মনে কি পরে আজ সেই বাঁশির সেই সুর,
যে বাঁশি দিয়েছিলে ফাগুন রাঙা দিনে।
কতো স্মৃতি কতো নিশি সুর কতো বেদনার
চৈত্রের উদাস বাতাসে মন আকুলায়।
ধেয়ে আসে ঝড় ওই ধুলা মাঝে শুকনো পাতায়
মেঘে মেঘে মন্দ্রিত গভীর আলিঙ্গন হেথায়।
অঝোরে নেমেছে বৃষ্টি, ধারা তার অবিরাম
মাটির সোঁদা গন্ধে, মনে কি পরে সেই স্মৃতি তোমার!