বয়ে যায় সময় দিন চলে যায়
পুরোনো সম্পর্কগুলো মাঝে মাঝে উঁকি দিয়ে যায়।
'কেমন আছো অমল?' কেউ সুধায় না আর।
কেমন কাটছে দিনগুলো, জিজ্ঞাসার নেই কেউ আজ।
বড্ড একা আজ।
একলা আকাশ কি জানি কার অপেক্ষায়!
দিনগুলো বদলে গেছে কতো।
আজ আর জিজ্ঞাসা করো না, ' কি রে খেয়েছিস কিছু?'
ভালো। দিন যাচ্ছে কেটে।
নামছে রাত আঁধারে অশ্রু জলে।
কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের সব জল।
হৃদয়ের মতো বালিশ তাও শুকিয়ে শুষ্ক মরুভূমি হয়েছে আজ।
আজ দুঃখ হলে অসীমের শূন্যতা সান্তনা দেয়।
বলে, 'আমিও একা তোমারি মতোন, তোমার নিঃসঙ্গতার দোসর।'
আজ আনন্দ হলে প্রকাশের উচ্ছাস ব্যাক্ত হয়না।
যাইহোক।
তুমি নিজের মনে হয়তো ভালোই আছো।
আর যদি নিজের মনে যন্ত্রনা নিজের মধ্যে রাখো,
তবে মুক্ত করে দাও তারে।
ভালো থাকবে, দেখো।