আজ দখিন-বাতাস বয় আপন মনে
চলার পথে, পথের ধারে ফুটেছে বনফুল ঘাসের মাঝে।
চাঁদের আলো ছুঁয়ে যায় ঘাসের শির আলতো করে
পথের ধুলায় পরেছে ঝরে চাঁপা ছাতিম লাল দোপাটি।
শালের বনে শুকনো পাতায় ক্রন্দন আজ মনের ঘরে।
সে কি মোর চির আপন কি জানি মনের কোন গহরে।
সে কি মোর পথের সাথি যাওয়া আসা কোন প্রহরে!
সে কি মোর ব্যাথার গান, আনন্দে অশ্রু বান।
কৃষ্ণচূড়ার চূড়ায় চূড়ায় রাঙা হলো সাজ বকুল মালায়
ভরবে তোমার ফুলের ডালা শিরীষ ফোটে সেই আশে।
বাজে বাঁশি নিজের সুরে গভীর বনে নিশিরাতে
এ পথে মোর একা চলা, সে কি মোর সঙ্গী হবে!
তোমার সভায় ওই যে সে , ওর সাথে কি মোর মনের আলাপ?
ওর মাঝে কি প্রাণের আরাম দেহ মন মিশে একাকার।
রাতের মায়ায় নীহারিকা প্রাণের সাথে প্রাণের মিশে যাওয়া।
ওর সাথে কি সকাল সাঁঝে আড়চোখে কি মন উদাসে!
কি জানি সে কোন মোহিনী যার সাথে মোর প্রাণের আলাপ নিশ্বাসে নিশ্বাসে।