শুষ্ক কেশে, ম্লান নয়নে কে গো তুমি চিরবিরোহিনী
কতো শত বছর অতৃপ্ত যৌবন তব, হে চিরশোকান্বিতা।
আজ নিশিভোরে বিজৃম্ভণ বদনে
এসেছো তুমি এ বিজন ভবনে।
কুসুমিত বন, শ্যামল তরুগন করেছে বীজন আজ ফাগুনে।
মিলনে মিলিত সুখ না পায় তনুরূপ
সেকি ভীষণ বিকরাল একাকী যাতনায়, হে চিরউদাসীনি।
ফাগের আলিঙ্গনে মেতেছে ভুবন
তবু কেন একাকী ওহে নন্দিনী।
বিলাও নিজেরে এ কুসুম সুরভিত বাতায়নে
পুলকিত এই ঝর্ণার সলিল ধারায়,
বনানীর ছায়াতলে অখিল পবনে।