মম শূন্য এ রিক্ত পত্র দিলাম তোমার পায়ে
দৈন্য মোর পানে রয়েছে দাঁড়িয়ে ঘিরে আমারে।
এ কাঙালিনী আজ বেদনায় ব্যথিনী
দিয়েছে বিছিয়ে আঁচল তোমার যাত্রা পথে।
এ পথে যারা গেছে থেকেছে মুখ ফিরিয়ে
অনামুখা অভাগী বলে মোরে ত্যাজিলো সংসারে।
আড়ালে অভিমানে অশ্রু ভেঙেছে নয়নের বাঁধ
থেকেছি এক কোণে অবহেলায় নিয়েছি ধূলি শয্যা আজ।
গ্রহণ করো হে গৈরিক অনন্ত।
যে ফুলে ফুলে গেঁথেছো পুষ্পধনু হে অনন্ত প্রিয়ম অতনু
আজ বিজনে দখিন পবনে হানিবে কার পানে সে শর হে প্রেম অনঙ্গ।
সঙ্গী করো মোরে তোমার রণজয়ের পথে।
ফুলবাণে এঁকে দিও জয় তিলক তোমার শৌর্য তাপের আলোয়।
যদি ভরো শূন্যতা মোর মাতবো ভুবন তোমার বিপুল জয়ের উল্লাসে
মোহিত হবে বসন্ত জাগবে এ কায়া ওই ব্যাকুল দখিনবায়ে।