হৃদয় বাঁশি বাজলো সখি    নিবিড় ঘন কুঞ্জ বনে,
মাতাল করে ফুলের সুবাস   জোৎস্না ভরা ছাতিম বনে।
সুদূর পানে দোঁহে মোরা    ছুটে যাওয়া দিগন্তে,
নয়ন মাঝে ঘিরে রাখা      তোমার শ্রীমুখ হৃদয়ে।
ফুলের হাসি, চাঁদের মায়া    জোৎস্না ভরা নদীর চরা
বেনু বনের রূপকথায়         চরিত্র মোরা দু'জনায়।
তোমার স্মৃতি সুখের পাতায়    থাকনা গাঁথা স্বর্ণ সুতায়
কামিনী, জুঁই এর সুবাস ভরা    মধুর এ সন্ধ্যায়।