হায় সেকি ভালোবাসে মোরে!
বিধুর মুখে ফুটেছে হাসি মধুর রূপে আজ যামিনী।
কভু সে হাসে আনন্দধারায় কখনো কান্না আঁখির কোণায়,
কখনো ফিরে চায় পানে কখনো লাজে মুখ লুকায়।
হায় সেকি ভালোবাসে মোরে!
ফুটেছে ছাতিম হেমন্তের সাঁঝে গেঁথেছে সে মালা আপন হাতে,
মধুর হাসি বিধুর বয়ানে সন্ধ্যাতারা সায়ন্তনের গগনে।
কভু সে হাসে পুলকরাসে কভুক্ষণে বিষাদময়ী-
হায় সেকি ভালোবাসে মোরে!
যাবো কি পাছে তার পানে সুধাবকি শুধু একটিবার,
'তুমি কি বাসো ভালো মোরে তুমি কি ব্যাকুল মোর তরে।'