কে তুমি বিদেশিনী আছো বসে একাকী কোন উদাস ভাবনায় ডুবে,
কতো রঙে আঁকা ছবি ফাল্গুন মধু নিশি আজ পিয়াল বনে।
পূবালী হওয়ায় বয়ে যায় তরী তার শেষ হয় রজনী হেথায়।
পার হয়ে গেছো তুমি ভাঙা এই ঘাটখানি ভোরের সদ্য ফোটা আলোতে তোমার উদ্ধত বেগ হানি।
মনে মনে সুর বাঁধা ভাবনার ছবি আঁকা শূন্য চিত্রপটে শশীপূর্ন শেষ রাতে।
অরুনের তেজ জ্যোতি উদ্ভাসিত আনন দিন মাঝে মনে ভাসে তুমি সেই বিদেশিনী।
একা বসে ছায়াতলে ঢেউ গোনা একে একে হারালো সে মনের গহন আঁধারে।
গেছে যারা যাক চলে ফেরে নাই পিছুপানে কি হবে খুঁজে তাদের, হারিয়েছে যারা আপন হতে।
মন বলে সান্ত্বনা শুধু সেই ভাবনায় আসে যদি ফিরে কভু তারা কোনো ক্ষণে।
ফাল্গুনের বেলা মাঝে উদাস অলস দেহ মনে নিরাশায় গাঁথা হোক সেই সাহানায় বাণী।