সেই কথাটি হলো না বলা কারোর কাছে,
যা বলেছিলাম ওই বাঁশির কানে কানে।
আজ বিরহে মন কেঁদেছে একলা বসে
সেই কথাটি বলা হয়নি কারোর কাছে।
ঝড় উঠেছে আকাশ ভুবন মাতাল করে
হৃদয় মাঝে বর্ষা নামে অশ্রুধারার আকুল শোকে।
গভীর দুঃখে বাঁশি হতে, মালকোষের সুর আপনি ফোটে
হয়নি বলা যে কথা, রয়েছে চাপা বুকের তলে
বলে গেলাম আজ নিশিতে ও বাঁশি তোর কানে কানে।
নিদ্রাবিহীন দু'নয়ন জেগে থাকে চেয়ে থাকা তারার পানে
ও বাঁশি তুই বাজলি নাকি ওই নাটে।
গভীর রাতে ঘন মেঘে মন্দ্র জাগে
হৃদয় মাঝে শঙ্কা ওঠে কি হারানোর -
এমনি করে যায় চলে সারারাত নেই তো কেউ জাগার সাথি মোর সাথে।
ও বাঁশি তোর সুরের ধারায় মন ভোলালি
তাই যে জাগিয়ে গেলাম তোরে গানে গানে।