নতুনের প্রাণে প্রাণে আজ হবে বসন্তের গান গাওয়া
নতুনের মনে মনে রচি আজ আশার মালা গাঁথা।
ফুলের সুবাস হেথা উঠেছে বাতাসে
নব কিরণ আজ প্রাতে অরুনের হাসিতে।
পূরবী বাজে ওই দূরে কোনো বনমাঝে
ভোরের আলো-আঁধার আবছায়া নীপবনে ।
দশমীর চাঁদ ওই মিলায় দিবাকরের অঙ্গনে
শুকতারা জেগে রয় মোহিত প্রাঙ্গনে।
গুনগুন গুঞ্জরিল ভ্রমর খেলে ফুল বনে
মৃদুময় দখিনা বয় চৈত্রের শেষ ক্ষণে।
নতুন আশা প্রাণে দিশা নব প্রেমের অঙ্গনে
বর্ষ শেষ হয় পিকের কাকলিতে।
তরঙ্গে তরঙ্গ আজ মিলিলো প্রাঙ্গনে
বৈশাখের তপ্ততা যায় মিশে মধু রসে।
এই বেলা হলো খেলা সমাপ্তির গান বাজে
সুদূরের দিগন্তে মাছরাঙা ডানা মেলে।
হাসি ঝরা শৈশব নব প্রাণের উৎসব
কি বাহার কি সুবাস মধুপ মুখরিত কুসুম বনে।