আমরা নতুন প্রাণের দল
নাই যে ঘর, নাই যে বর
আজ মোরা শুধুই অভিশাপের ফল।
বিদায় পথে শীত নিয়ে পক্ক পাতার পুঁজি
যদি যায় সে চলে কি হবে তবে!
ভাবছি বসে একান্তে নির্জনে আজ।
দেবো না যেতে, নেবো সব কেড়ে
গুছিয়ে রাখি সব বসন্তের দখিন বাতায়নে।
সন্ধ্যাতারা দিয়েছে দেখা পশ্চিমে
সাঁঝের আকাশ রাঙা মধুর ছন্দে।
যে এসেছো আজ আধেক আলো আবছা আঁধারে
বাঁধবো তারে হরেক ফুলের মালায়
বসন্তের উদাস বন্দীশালায়।
পথের ক্লান্তি মলিন রূপে ভরা
এড়িয়ে যাওয়া গোপনে চুপিসারে
তোমার ভূষণ ফুলে ফুলে গড়া
নাই তো মনে রয়েছে অগোচরে তা।