আকাশ, কি রূপে আজ দেখি তোমায়
তাই ভাবি মনে মনে।
তিমির রাতে চন্দ্র,
বাঁধে মোরে মোহন ফাঁদে
রাতের মায়ায় স্বপন আঁকে চোখের পাতায় আপন মনে।
প্রভাতবেলায় সূর্য শিখা কাটে তারে আপন তরোয়ালে।
বসন্তবায় মন ভুলায় জ্বালায় শিখা আশার দীপে
তার পানে চুপি সারে বৈশাখী ঝড় আঘাত হানে।
গোধূলিতে রাঙা হলো আকাশ তোমার তপ্ত অঙ্গ
রুদ্রবীণা বাজলো হেথায় বজ্র হানে দাবানল।
প্রাণ বাঁচাতে নীড়ের পাখি ডানা মেলে তোমার বুকে।
ঝড়ের প্রলয় উঠল বেজে উঠল মেতে বল্মীক দল।
বর্ষা এসে মালা গাঁথে কুঞ্জ বনে কদম ফুলে
কালো মেঘ ঢাকে আজ নীলাকাশ তোমার বাহার।
ভিজে মাটির সোঁদা গন্ধ যায় মিশে জুঁই সুগন্ধ
শ্রাবন রাতে পূর্ন শশী মেঘের বাস চিরে দেয় উঁকি
সাদা মেঘ সুচি হলো শরৎ তোমার আবাহনের।
আশ্বিনের উদাস বেলায় অমল আলোর কিরণমালায়
কাশ বনেতে মন হারায়।।