“আমি বিহীন জীবন তোমার”
জীবন-
সে তো “নদীর” মতো ‘প্রবাহমান’।
“বাতাসের” মতো ‘গতিময়’;
কখনো বা “গোলাপের পাপড়ির” ন্যায় ‘নরম আর তুলতুলে’।
আবার কখনো “বাঁশের মইয়ের” ন্যায় অমসৃণ, ধারালো আর আঁকাবাঁকা!
আমার জীবনের ভালবাসার প্রতিচ্ছবি-
শুধুই তুমি!
ভালবাসার স্মৃতিগুলো আমার ঠোঁটে দেয় এক চিলতে হাসি।
………
হৃদয়!
ভালবাসা তো বিলীন হয়ে যায় দেহ থেকে আত্মা বের হয়ে যাবার সাথে সাথে।
মাঝে মাঝে প্রশ্ন জাগে এই মনে “আমি বিহীন কেমন হবে জীবন তোমার?”
সারাদিনের শত ব্যস্ততার শেষে একটু অবসরে-
খুঁজবে এই আমায় মেইলে কিংবা যত্ন করে রাখা আমারি স্মৃতির মাঝে!
বুকের ভেতর অনুভব করবে হালকা শূন্যতা;
দীর্ঘ শ্বাস ফেলে আবার তুমি ডুবে যাবে আপন কাজে।
রাতে তোমার ঘুমের মাঝে আসবো তোমারি স্বপ্নে-
ভালবেসে তোমায় আলতো করে ছুঁয়ে দিতে!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি চাইনা তুমি কোনদিন আমায় অনুভব করো!
কেননা অনুভবের যন্ত্রণা তীব্র আর বিশাল।
আঁখি হয় অশ্রুসিক্ত; রাত হয় নিদ্রাহীন অনুভবের পরশে-
আমি বিহীন জীবন তোমার-
খেলবে সুখের রোদ আর দুঃখের কালো মেঘের লুকুচুরি খেলা।