( আজ আমার বাচ্চার জন্মদিন। তাঁর জন্য শুভকামনা হোক সে যেন মানুষের মতো মানুষ হতে পারে)
কলিজার টুকরা!
আদরের বাচ্চা!
দেখতে দেখতে তিন বছর আগে-
এসেছিলি আমাদের ঘর আলো করে।
আমি যে তোর আরেক মা।
আমি যে তোর "মিমি মা"
একটু কিছু হলে তোর কষ্ট হয় আমার।
মার খেলে মায়ের কাছে-
কোলে তুলে রাখি জড়িয়ে, করে দেই আদর।
যতো ভাব, দুষ্টুমি, মারামারি তোর-
আমারি সাথে; যেন আমি তোর বান্ধবী।
"শুভ জন্মদিন"
আদরের বাচ্চা, কলিজার টুকরা!
আমার তুই থাকবি যে ভালবাসার ভুবন উজার করে।