আলোর মাঝে হঠাৎ আঁধার।
স্নিগ্ধ মেঘে হঠাৎ কালো মেঘের আবর্তন।
হাসির মাঝে কান্নার আবির্ভাব।
সুখের মাঝে বিরহের আবির্ভাব।
জীবনের মাঝে মৃত্যুর আবির্ভাব।
....
আঁখি থেকে ঝরছে অশ্রু।
বয়সের ভাড়ে বিছানায় পড়ে থাকা দেহ।
কাঁপা কাঁপা হাতদুটি।
সব হারিয়ে একাকী।
বাবা! ভালো আছিস তো বৌ আর সন্তানকে নিয়ে।
আমার ঠাঁই আজ বৃদ্ধাশ্রম।
জীবনের শেষক্ষণে দাঁড়িয়ে।
যেদিন থাকবো না-
আসবি তো নিতে আমার শব দেহ।
কাদঁবি তো সেইদিন আমায় জড়িয়ে!
আসবি তো "বাবা"-
চিরদিনের মতো আমায় বিদায় দিয়ে;
আমার আত্মাকে শান্তি দিতে!
মরণের কালে একবার আসিস-
দেখতে তোর এই নিথর মা কে দেখতে!