অ, আ, ক, খ।
A, B, C, D।
1,2,3,4।
হাতেখড়ি হচ্ছে আমার।
আমি যে এক ছোট্ট বেবি।
যাবো কদিন পর থেকে ইস্কুলে।
ব্যাগ হবে ভর্তি আমার-
অনেক বইয়ের ভারে।
শিখতে হবে হাতের লেখা-
সুন্দর করে ইংলিশ মিডিয়ামে।
দিবে টিচার গাদা গাদা বাড়ির কাজ।
উঠতে হবে সকাল সকাল।
চোখে থাকবে ঘুম।
না করলে হোম ওয়ার্ক-
মা, বাবা দিবে যে বকা।
নেই যে খেলার জায়গা।
তাইতো চাই দেখতে কার্টুন মোবাইলে।
মা বলে -
পড়তে বসো!
যাবে কেটে শিশুবেলা-
শুধুই পড়ালেখার ভারে!