এক ঝাঁক নিষ্পাপ -
ফুটফুটে ছোট্ট ছোট্ট প্রাণ।
হাসি তাদের -
ভুবন রাখে আলো করে।
হাসি তাদের -
সকল দুঃখের মাঝেও আনে সুখ।
তারাই যে দেশের কর্নধার।
......
"চকলেট নেবে! চকলেট!"
চকলেট খেতে কার না লাগে ভালো।
ছোট থেকে বড় সবার।
শিশুরা তো খাবেই চকলেট।
এই চকলেট কে মাধ্যম করে;
কিছু নরপিশাচ ব্যক্তিবর্গ -
দিচ্ছে যে মিশিয়ে নেশা চকলেটের মাঝে।
সেই থেকে ছোট্ট প্রাণটি;
চায় না খেতে কিছুই -
শুধু বারে বারে চায় সেই মিষ্টি চকলেট।
কেন এমন নিষ্ঠুরতা -
এই প্রাণগুলো অঙ্কুরেই হচ্ছে বিনষ্ট।
কেন আসেনা মনে একবারো -
প্রাণগুলো যে কারোর সন্তান,ছোট্ট ভাই!