ভাই-বোনের বন্ধন-
আদর, ভালবাসার উষ্ণতায় জড়ানো!
সেই দুজনের মিষ্টি বন্ধন আবার কখনো-
শাসন, খুনসুটি ঠিক ক্ষুদে মরিচের ঝালের ন্যায়!
বেলা শেষে বোনকে জড়িয়ে নেয়া আর কপালে মিষ্টি আদর।
ভাই-বোনের এই বন্ধন হোক অটুট-
আদর, ভালবাসার উষ্ণতায়!
“সবাইকে ভাই ফোঁটার শুভেচ্ছা”
(আমার নিজের ভাই নেই তবে আমার
সবথেকে প্রিয় যে দাদাভাই সে আমার সবকিছু!
তাঁর আদর যেন কখনো ভাগ না হয় সেই জন্য বলেছি আমার
আগে দাদাভাই যেন বিয়ে না করে। দাদাভাই খুব ভালবাসি তোমায়।)